Home Know the Martyrs Shahid Jashim (1)

Shahid Jashim (1)

২৮ অক্টোবরে লগি-বৈঠা বাহিনীর নির্মম শিকার লালবাগের শহীদ জসিম উদ্দিন। সেদিন লগি-বৈঠাধারী সন্ত্রাসীরা তাকে শুধু সাপের মতো পিটিয়েই ক্ষান্ত হয়নি, লাশের ওপর উঠে পৈশাচিক নৃত্য উল্লাস করেছে, করেছে আনন্দ উল্লাস। কী অপরাধ ছিল জসিমের? কেন তাকে মরতে হলো? এ প্রশ্নের জবাব আজো খুঁজে পায়নি তার বাবা-মা।

২৮ অক্টোবর লগি-বৈঠা বাহিনীর তা-বে যারা প্রাণ হারান তাদের মধ্যে জসিম উদ্দিন শাহাদাতবরণ করেন নির্মমভাবে। বিভিন্ন ভিডিওফুটেজ থেকে দেখা যায়, লগি-বৈঠা বাহিনী জামায়াত কর্মী জসিম উদ্দিনকে দীর্ঘক্ষণ ধরে পিটায়। মাঝে-মাঝে সে উঠে যাওয়ার চেষ্টা করে। আবার টেনে ধরা হয়। পুরো শরীর রক্তাক্ত হয়ে যায়। এক পর্যায়ে তার শরীরের জামা ছিঁড়ে ফেলা হয়। লগি-বৈঠা দিয়ে তাকে পিটানোর পর মৃত্যু নিশ্চিত হলে লাশের ওপর উঠে নৃত্য করতে থাকে নরপিশাচরা। এ দৃশ্য স্যাটেলাইট টিভি চ্যানেলের বদৌলতে প্রচারিত হওয়ার পর হতবাক হয়ে যায় বিশ্বের মানুষ। সভ্যতার এ যুগে মানুষ মানুষকে এভাবে সাপের মতো পিটিয়ে হত্যা করতে পারে? তারপর লাশের ওপর উঠে নৃত্য উল্লাস? এরা কী মানুষ? শহীদ জসিম উদ্দীনের বোন আয়েশার প্রশ্ন, এভাবে মানুষ কী মানুষকে পিটিয়ে মারতে পারে? যেভাবে আমার ভাইকে মেরেছে। আল্লাহ যেন তাদের বিচার করেন।

শহীদ জসিম উদ্দিন ১৯৮৬ সালের এপ্রিল মাসে জন্মগ্রহণ করেন। তিনি জামায়াতে ইসলামীর কর্মী ও ৬৬ নং ওয়ার্ডের মিটফোর্ড ইউনিটের সভাপতি ছিলেন। লালবাগের মিটফোর্ড রোডে তাদের বাসা।

SHARE